Views Bangladesh Logo

রাজনৈতিক নেতাদের অবৈধ সহায়তা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করেছেন যে, কোনো পুলিশ কর্মকর্তা যদি রাজনৈতিক নেতা বা কর্মীদের অবৈধভাবে সহায়তা করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মূল কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমরা একটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছি। কোনো ধরনের গাফিলতি হলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে — আর আগের মতো বিলম্ব বা শুধু জিডি এন্ট্রি নয়।'

তিনি আরও বলেন, 'পুলিশের প্রতি আমার নির্দেশনা স্পষ্ট — নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর। বাহিনীর কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বর্তমানে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে, তবে নির্বাচনের সময় তা প্রয়োগ করা হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

নির্বাচনের আগে পুলিশের সম্ভাব্য রদবদল প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের যতটা সম্ভব বদলি করা হবে। 'যারা তিনটি নির্বাচনে যুক্ত ছিলেন, তাঁদের আগে সরানো হবে; এরপর যারা দুইটিতে ছিলেন। জনবল সীমাবদ্ধতার কারণে একটি নির্বাচনে দায়িত্ব পালনকারীদের মধ্যে যাদের রেকর্ড ভালো, তাঁদের রাখা হতে পারে।'
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ