Views Bangladesh Logo

ধানমন্ডি ৩২-এ বুলডোজার ঢোকাতে পুলিশের বাধা

 VB  Desk

ভিবি ডেস্ক

ধানমন্ডি ৩২–এ দুটি বুলডোজার নিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তা থামিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এমনভাবে বুলডোজার নিয়ে প্রবেশের কোনো অনুমতি নেই।

এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়া দলের সঙ্গে থাকা লোকজনের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এতে অংশ নিয়েছেন।

গেল বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার ছয় মাস পূর্তির দিন গেল ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেয়া হয়।

এদিকে সোমবার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সামনে রেখে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।

অতিরিক্ত কমিশনার বলেন, রায় ঘোষণা সামনে রেখে রাজধানীতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নাগরিকরা নগরে স্বাভাবিক চলাফেরা করছেন।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ