নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ
পুলিশ সুপাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ম্যাজিস্টেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছে। ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়ে সুষ্ঠু ভোটের জন্য নানান দাবির কথা তুলে ধরেন।
এসপিরা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে এমন দাবির কথা জানান।
এসপিরা জানান, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের পর্যাপ্ত যানবাহন সংকট রয়েছে। পর্যাপ্ত জনবল সংকটের কারণে জনবল বৃদ্ধি করা প্রয়োজন। একই দিনে দুটি নির্বাচন বড় একটা চ্যালেঞ্জ হবে। নির্বাচনের দিন অসুস্থ, প্রতিবন্ধী লোক ভোট দিতে গেলে পুলিশকে বলা হয় সহযোগিতা করার জন্য। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার জন্য সুপারিশ করেছেন তারা।
পুলিশ সুপাররা আরও বলেন, আগের নির্বাচনগুলোতে পুলিশের জন্য বরাদ্দ বাজেটে বৈষম্য ছিল। আসন্ন নির্বাচনে বাজেট বাড়ানো জরুরি। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো এবং পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানান তারা।
অন্যদিকে জেলা প্রশাসকরা বলেন, মাঠপর্যায়ে এখনো যেসব বৈধ অস্ত্র রয়েছে, সেগুলো দ্রুত উদ্ধার করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। দুর্গম এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের সুপারিশ করা হয়। এ ছাড়া এআই ও অপতথ্য প্রচার বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনের বাইরে কোনো কাজ করা হবে না।
তারা জানান, অনেক উপজেলায় গাড়ি পুড়ে যাওয়ায় সেখানে নতুন যানবাহনের প্রয়োজন রয়েছে। পাশাপাশি গণভোটের প্রচারের সময় বাড়ানো এবং সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে