Views Bangladesh Logo

‘পুলিশি বাধায়’ হল না জাতীয় সংখ্যালঘু সম্মেলন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর খামারবাড়িতে শুক্রবার 'জাতীয় সংখ্যালঘু সম্মেলন' আয়োজনের প্রস্তুতি থাকলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন আয়োজকরা। তবে, পুলিশ বলছে, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নেয়ায় তাদের অনুষ্ঠান করতে দেয়া হয়নি।

'সংখ্যালঘু অধিকার আন্দোলন'-এর ব্যানারে 'জাতীয় সংখ্যালঘু সম্মেলন ২০২৫: পাহাড় থেকে সমতল, অস্তিত্ব রক্ষায় অটল' শীর্ষক এই সম্মেলন কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকরা জানান, তারা বৃহস্পতিবার পুলিশ কমিশনারের কাছে অনুমতির জন্য আবেদন করলেও কোনো সাড়া পাননি। পুলিশ জানায়, 'স্বল্প সময়ের মধ্যে' অনুমতি দেয়া সম্ভব ছিল না, কারণ 'বিশৃঙ্খলার আশঙ্কার' গোয়েন্দা রিপোর্ট ছিল এবং পূর্বপ্রস্তুতিরও অভাব ছিল।

আয়োজকরা গণমাধ্যমে অভিযোগ করেন, সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করার পরেও পুলিশ তাদের মিলনায়তনের ভেতরে প্রবেশ করতে দেয়নি। যারা ভেতরে ছিলেন, তাদেরও বের করে দেয়া হয়। পরে আয়োজকরা খামারবাড়ি সড়কের ফুটপাতে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান। আয়োজকদের একজন, সুব্রত বল্লভ, বলেন, তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন এবং ভাড়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছিলেন, কিন্তু হল কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতির অপেক্ষায় ছিল। তিনি জানান, সারা দেশ থেকে আসা প্রায় দেড় শতাধিক মানুষ ফিরে যেতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, মহানগর এলাকায় এ ধরনের অনুষ্ঠানের জন্য পুলিশ কমিশনারের অনুমতি প্রয়োজন। তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কাসহ নিরাপত্তার কারণে পূর্বপ্রস্তুতি ছাড়া অনুমতি দেয়া সম্ভব ছিল না। তিনি আরও বলেন, যেকোনো বড় আয়োজনের জন্য ন্যূনতম এক সপ্তাহ আগে আবেদন করা উচিত।

অন্যদিকে, 'সংখ্যালঘু অধিকার আন্দোলন'-এর ফেসবুক পেইজে দেয়া পোস্টে প্রশ্ন করা হয়েছে, যখন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাগুলো রাজনৈতিক কারণে হয়, তখন তাদের সম্মেলনকে পুলিশ কেন ভয় পাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ