Views Bangladesh Logo

দুর্নীতি দমনে পুলিশ বাহিনীর সংস্কার চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ বাহিনীতে চলমান সংস্কারের লক্ষ্য, স্বচ্ছতা বাড়ানো এবং দুর্নীতি দমন।

তিনি বলেন, ‘পুলিশ সংস্কারের নতুন পাইলট প্রকল্প বাস্তবায়ন করছি। কর্মকর্তারা প্রায়ই সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা নিতে দ্বিধা করেন। এই সমস্যার সমাধানে প্রক্রিয়াগুলো অনলাইনে স্থানান্তর করছি। যেমন, পাসপোর্টের আবেদনে আর পুলিশ যাচাইকরণের প্রয়োজন নেই। শিগগিরি ব্যবস্থাটি দেশজুড়ে বাস্তবায়িত হবে’।

মঙ্গলবার (১০ জুন) গাজীপুরের গাছা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের কাছে রিমান্ডে স্বচ্ছতা নিশ্চিতে কাচের জিজ্ঞাসাবাদ কক্ষ চালুর পরিকল্পনাও জানান তিনি।

‘এটি পর্যবেক্ষকদের নজরদারি এবং যে কোনো অসদাচরণ প্রতিরোধে সাহায্য করবে’- বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মুনাফার জন্য পুলিশের মামলার অপব্যবহার নিয়েও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘মামলা ব্যবসা’ বন্ধে অভিযোগ প্রক্রিয়া ডিজিটালাইজড করছি। দুর্নীতিতে জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে। এখন পর্যন্ত ৮৪ জন কর্মকর্তাকে সাজা এবং ৩০ থেকে ৪০ জনকে বরখাস্ত করা হয়েছে’।

দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি ব্যবস্থার প্রতিটি স্তরে প্রবেশ করেছে। এটি নিয়ন্ত্রণে আনা হবে বড় অর্জন’।

সবাইকে জনসচেতনতা বাড়ানো এবং দুর্নীতির অভ্যাস থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

পুলিশ সদস্যদের ভুল তথ্যের বিরুদ্ধেও সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ‘মিথ্যা প্রতিবেদন দুর্নীতিবাজ ব্যক্তিদের উপকার করে। এমনকি প্রতিবেশী দেশগুলোও এই দুর্বলতাগুলোকে কাজে লাগায়’।

মামলার পদ্ধতিতে পরিবর্তনের কথা উল্লেখ করে জুলাই আন্দোলনের মামলাগুলোর নিষ্পত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে প্রায়শই মিথ্যা বা বেনামিদের বিরুদ্ধে মামলা করা হতো। এখন জনসাধারণ মামলা করছে। কখনো কখনো ১০ থেকে ১৫ জনের নাম উল্লেখ করলেও ২০০ থেকে ২৫০ জন বেনামির বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। ফলে তদন্তে বিলম্ব হচ্ছে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ