সিলেটে চেকপোস্টে তল্লাশিকালে মিলল ১০টি আগ্নেয়াস্ত্র
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই আরোহী।
সোমবার (১৯ জানুয়ারি) ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি করিচার ব্রিজের উত্তর পাশে স্থাপিত চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। এ সময় তারা মোটরসাইকেল ও একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৪টি ভারতীয় ক্যামো রঙের নতুন এয়ারগান এবং ৬টি কালো রঙের নতুন এয়ারগান। এছাড়া একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে