সিলেটে বিপিএলের নিরাপত্তায় অপারগতা পুলিশের
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে অপারগতার কথা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে বিভাগের পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে চিঠি দেওয়া হয় এবং সিলেট বিপিএল থেকে পুলিশ প্রত্যাহার করা হয়।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল ও সদস্যসচিব ইফতেখার রহমান মিঠুকে চিঠির একটি কপি পাঠিয়ে অবগত করা হয়।
মূলত জাতীয় নির্বাচন উপলক্ষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট বিভাগের পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। ফলে বিসিবিকে বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
বিসিবি বিকল্প নিরাপত্তার সন্ধান করছে। এ ব্যাপারে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এই মুহূর্তে বিপিএল সিলেট থেকে সরানো সম্ভব না। ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ খেলে ঢাকা পর্বে যেতে হবে। সব ধরনের বিকল্প খোঁজা হচ্ছে। সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের সহযোগিতা নেওয়া হবে। আশা করি, সমস্যা হবে না।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে