Views Bangladesh Logo

৬ মাস বয়সী যমজ শিশুসহ গৃহবধূকে গ্রেপ্তার, ফেসবুকে ছবি পোস্ট পুলিশের

 VB  Desk

ভিবি ডেস্ক

মি নিয়ে বিরোধের মামলায় এক গৃহবধূকে ৬ মাস বয়সী যমজ শিশুসহ গভীর রাতে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়। পরদিন থানার অফিসিয়াল ফেসবুক পেজে ওই নারীর ও শিশুর ছবি প্রকাশ করা হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা ও মানহানির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত ৯ জুলাই, নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামে। গৃহবধূ অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না, তবুও মামলা দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গভীর রাতে পুলিশের একটি দল এসে দুই শিশুসহ তাকে তুলে নিয়ে যায়।

পরদিন থানার ফেসবুক পেজে অন্য আসামিদের সঙ্গে গৃহবধূ ও যমজ শিশুর ছবি প্রকাশ করা হয়। এ ছবি ব্যবহার করে বাদীপক্ষ নানা অপপ্রচার চালায়। এতে মানসন্মান ক্ষুণ্ন  হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ছবিটি ফেসবুকে না দিলে এত বড় লজ্জা হত না। এখন পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজনের সামনে যেতেও লজ্জা হয়।

তার স্বামী জানান, প্রতিপক্ষ মিথ্যা মামলায় পরিবারকে হয়রানি করছে। তিনি পুলিশি ও সামাজিক সম্মানহানির বিচার দাবি করেছেন।

ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী হাবিবুর রহমান ফকির বলেন, গভীর রাতে বাড়িতে গিয়ে আসামি গ্রেপ্তার করার কোনো বিধান নেই। নারী ও শিশুর ছবি ফেসবুকে প্রকাশ করাও পুলিশের জন্য অগ্রহণযোগ্য।

নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টিকে ‘মিসটেক’ বলে স্বীকার করেছেন। গণমাধ্যমে তিনি বলেন, “এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য গ্রেপ্তার হওয়া আসামিদের ছবি প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

গৌরীপুর সার্কেলের এসপি দেবাশীষ কর্মকার গণমাধ্যমে বলেন, নারী ও শিশুর ছবি পোস্টের আগে অবশ্যই মুখ ঝাপসা (ব্লার) করা উচিত ছিল। তা না হওয়ায় অপরাধ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ