Views Bangladesh Logo

সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা, বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানোর নির্দেশ

হিষ্কৃত রাজনৈতিক দল আওয়ামী লীগকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় আইন-শৃঙ্খলা বাহিনীকে দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) সতর্ক করে জানিয়েছে, দলটি সহিংসতা উসকে দেয়া বা সারাদেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে।

এসবির রাজনৈতিক শাখার উপ-মহাপরিদর্শক (ডিআইজি) স্বাক্ষরিত একটি সরকারি চিঠিতে জানানো হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মহানগর, বিভাগ ও জেলা পর্যায়ের সব পুলিশ ইউনিটকে সতর্ক থাকার এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে গোপন বৈঠকসহ সম্ভাব্য সহিংস কর্মসূচির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সংঘবদ্ধ প্রচারণা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।

সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে রাজনৈতিক কার্যকলাপের ওপর নজরদারি বাড়াতে, সাইবার তৎপরতা তদারক করতে এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন—বিশেষ করে মোটরসাইকেল, মাইক্রোবাসের পাশাপাশি বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

এই সময়কালে মোবাইল টহল জোরদার ও গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেইসঙ্গে সাইবার নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহও বাড়ানোর নির্দেশ দিয়েছে এসবি।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠনগুলো মাঠপর্যায়ে সক্রিয় না থাকলেও তারা “ভার্চুয়াল স্কোয়াড” নামে একটি দল গড়ে তুলেছে, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে উসকানিমূলক কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এই সতর্কবার্তাটি ‘জুলাই বিপ্লব’-এর বার্ষিকী উপলক্ষে এসেছে, যে তারিখটি সরকারবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী গোষ্ঠীগুলো জুলাই মাসের শুরু থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে আসছে। কর্তৃপক্ষ মনে করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়টি বিশেষভাবে সংবেদনশীল এবং এই সময় আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করা হতে পারে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিভিন্ন গণমাধ্যমে বলেন, “আওয়ামী লীগের ঘনিষ্ঠরা দেশকে অস্থিতিশীল করতে সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে।’

তিনি অভিযোগ করেন, এজন্য তারা ফেরত পাঠানো অর্থ ব্যবহার করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দেশের ভেতরে হোক বা বাইরে থেকে হোক, যারাই জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ