কুষ্টিয়ায় ‘জুলাই বিপ্লব’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পুলিশ কর্মকর্তা
কুষ্টিয়ায় ‘জুলাই বিপ্লব’ নিয়ে এক পুলিশ কনস্টেবলের মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। তার ওই বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার (১ জুলাই) রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
গতকাল রাত সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচলে তীব্র ব্যাঘাত ঘটার পাশাপাশি মহাসড়কের দুই পাশে আটকা পড়ে বাস, ট্রাকসহ অসংখ্য যানবাহন।
বিতর্কিত মন্তব্যকারী পুলিশ সদস্যের নাম ফারজুল ইসলাম। তিনি কুষ্টিয়া ট্রাফিক পুলিশে কর্মরত। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে জুলাই মাস নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। গত বছরের জুলাইয়ে কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি করে, সেই প্রেক্ষাপটেই মন্তব্যটি বিতর্কের জন্ম দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত জুলাইয়ে পুলিশ ছাত্র ও সাধারণ নাগরিকদের ওপর গুলি চালায়, যাতে বেশ কয়েকজন নিহত হন। এখনও আওয়ামী লীগ সংশ্লিষ্ট গোষ্ঠীর হুমকি সত্ত্বেও পুলিশ তাদের পক্ষে কাজ করে যাচ্ছে। এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এ ঘটনায় কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করেছে। গঠন করা হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও। জেলা পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী কিংবা ঐতিহাসিক আন্দোলনবিরোধী কোনো মন্তব্য রুখতে পুলিশ সদস্যদেরকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তা লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তবে ফারজুল ইসলাম দাবি করেছেন, মঙ্গলবার সকাল থেকেই তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং তিনি বিতর্কিত ওই পোস্ট দেননি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে