Views Bangladesh Logo

উখিয়ায় শিক্ষকদের আন্দোলনে ‘লাঠিচার্জ’, সমন্বয়কসহ আটক ৩০

ক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিও চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে করা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ সময় সমন্বয়ক জিনিয়া, নওশাদ, ছাত্র প্রতিনিধি শামীম ও রানাসহ অন্তত ৩০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২০ আগস্ট) সকালে চাকরিচ্যুত শিক্ষকরা আন্দোলনে অংশ নিতে আসলে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ব্যাপারে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, 'সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারী সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা সেখানে কয়েকজনকে হেফাজতে নিয়েছি। তাদের বিষয়ে যাচাই-বাচাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আগের দিন চাকরিচ্যুতদের সঙ্গে বৈঠক হয়েছিল।’

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে অর্থ সংকটের কারণ দেখিয়ে ইউনিসেফসহ কয়েকটি এনজিও সম্প্রতি ১ হাজার ২০০-এর বেশি শিক্ষককে চাকরিচ্যুত করে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা আন্দোলনে নামেন।

এর আগে সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে কক্সবাজার-টেকনাফ শহীদ এ টি এম জাফর আলম মহাসড়ক অবরোধ করেছিলেন চাকরিচ্যুত শিক্ষকরা। টানা পাঁচ ঘণ্টার ওই অবরোধে উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে, যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

চাকরিচ্যুত শিক্ষকদের অভিযোগ, প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আন্দোলনে নামা ছাড়া তাদের কোনো উপায় ছিল না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ