পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেডে প্রাথমিক শিক্ষকদের যমুনা অভিমুখী পদযাত্রা পণ্ড
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখী পদযাত্রা সোমবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ পণ্ড করে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
শিক্ষকরা দাবি জানাচ্ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সুপারিশ থেকে বাদ পড়া ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করতে হবে।
বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। তবে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভ ভেঙে দেয়।
পরে শিক্ষকরা পিছু হটে প্রেসক্লাব এলাকায় ফিরে আসেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো শিক্ষক বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ইউনিয়ন কাউন্সিলের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি ছিল, জাতীয়করণের প্রক্রিয়ায় এসব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে