Views Bangladesh Logo

ফেসবুকে ভাইরাল ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

 VB  Desk

ভিবি ডেস্ক

ম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে অপরাধীদের জামিন সংক্রান্ত ইস্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য দাবি করে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘গ্রেপ্তার বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’। তবে প্রকৃতপক্ষে আইজিপি এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।

বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত‍্য তথ‍্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ