Views Bangladesh Logo

নন-এমপিও শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নন-এমপিও শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। একই সময় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করা হয়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

নন-এমপিও শিক্ষকরাও জানান, দীর্ঘদিন ধরে তারা বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন এবং বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের দাবি, সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া বলেন, 'সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর লাঠিচার্জ চালায়। আমি নিজেও আহত হয়েছি। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।' তিনি আরও বলেন, শিক্ষকদের এমপিও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

শাহবাগ থানার পরিদর্শক বুলবুল আহমেদ জানান, নন-এমপিও শিক্ষকরা দুপুরের দিকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে কিছু শিক্ষক ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে এবং এক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে তিনি লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছেন।

প্রসঙ্গত, নন-এমপিও শিক্ষকরা গত ১৮ দিন ধরে এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ