রাজশাহীতে ‘মার্চ টু সহকারী ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
রাজশাহীতে ‘মার্চ টু সহকারী ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর ভদ্রা মোড় এলাকার স্মৃতি অম্লান চত্বর থেকে কর্মসূচিটি শুরু হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই পুলিশ সতর্ক অবস্থানে ছিল। মিছিল শুরু হলে আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ এবং ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড বসিয়ে মিছিলের অগ্রগতি আটকে দেয়। পরে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’-এর ব্যানারে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারী মিফতাহুল জান্নাত বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। তিনি দাবি করেন, তারা পিছু হটবেন না।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের এডিসি ফরহাদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ অবস্থান নিয়েছে। তিনি জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে