পুরান ঢাকায় ‘শরৎ উৎসব’ আয়োজনে পুলিশের বাধা
অনুমোদন না থাকার কারণ দেখিয়ে পুরান ঢাকার গেন্ডারিয়ায় ‘শরৎ উৎসব’ আয়োজনে বাধা দিল পুলিশ। ফলে ১৯ বছর ধরে চলে আসা এই উৎসব এবার বাতিল করতে বাধ্য হয় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষ সেই ভেন্যুর অনুমতি বাতিল করে দেয়। এরপর সত্যেন সেন শিল্পীগোষ্ঠী উৎসবটি গেন্ডারিয়ার কাঁচিকাচার মেলার মাঠে স্থানান্তর করার চেষ্টা করলে সেখানেও পুলিশ বাধা দেয়।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মঞ্জর চৌধুরী সুইট বলেন, ‘এই সিদ্ধান্তে আমাদের ১৯ বছরের ঐতিহ্য ভেঙে দেয়া হলো। কোভিড-১৯ মহামারি ছাড়া প্রতি বছরই আমরা বকুলতলায় উৎসবটি আয়োজন করে আসছিলাম। এবার একেবারেই করা গেল না।’
আয়োজক মঞ্জর চৌধুরী জানান, বকুলতলার জন্য তাদের কাছে পুলিশের অনুমোদন ছিল এবং ভেন্যু ভাড়া বাবদ তারা ২৬ হাজার টাকাও চারুকলা কর্তৃপক্ষকে দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ‘কোনো ব্যাখ্যা ছাড়াই আগের রাতে সেই অনুমোদন বাতিল করা হয়। এরপর আমরা গেন্ডারিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিই; কিন্তু সেখানেও পুলিশ আমাদের বাধা দেয়।’
তবে সব বাধা সত্ত্বেও জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের সংক্ষিপ্ত চিত্রাঙ্কন অনুষ্ঠান এবং প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন আয়োজকরা।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ওয়ারী বিভাগ) উপ-কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ সাংবাদিকদের বলেন, ‘গেন্ডারিয়ায় শরৎ উৎসব করার জন্য আগে থেকে কোনো অনুমতি নেয়া হয়নি।
এদিকে চারুকলা অনুষদের একজন শিক্ষক জানান, এ নিয়ে সম্ভাব্য ঝামেলা হওয়ার আশঙ্কায় ভেন্যুর অনুমতি বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জর চৌধুরীকে শেখ হাসিনার সঙ্গে যুক্ত করে পোস্টার ছড়ানো হয়েছিল বলেও জানা যায়।
মঞ্জর চৌধুরী বলেন, ‘আমাদের লিখিত অনুমতি থাকা সত্ত্বেও মৌখিকভাবে বলা হয় যে এই অনুষ্ঠান করলে ‘দাঙ্গা’ হতে পারে এবং তারা আমাদের এগিয়ে যেতে নিষেধ করে। আমাদের অনুষ্ঠান সকাল সাড়ে ৭ টায় হওয়ার কথা ছিল। আমরা আগের রাতে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসেছিলাম; কিন্তু সেগুলো চারুকলার গেট দিয়ে ঢুকতে দেয়া হয়নি।’
অবশ্য বৃহস্পতিবার রাতেই অনুষ্ঠান বাতিলের বিষয়টি নিশ্চিত করে চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে অনুষ্ঠান করা নিয়ে অনেক আপত্তি ছিল। বিভিন্ন ছাত্র সংগঠনের আপত্তির কারণে আগামীকাল এখানে অনুষ্ঠানটি করতে নিষিদ্ধ করা হয়। তবে কারা আপত্তি তুলেছিল, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে