Views Bangladesh Logo

উত্তরায় মাইক্রোবাসে আগুন, পুলিশ বলছে ‘যান্ত্রিক ত্রুটি’

রাজধানীর উত্তরায় জসীমউদ্দিন রোডে একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। বুধবার (১২ নভেম্বর) সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’।

একই দিনে সাভারের জিরাবো এলাকায় আলিফ পরিবহনের একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে উভয় বাসই পার্কিংয়ে থাকায় কোনো যাত্রী উপস্থিত ছিলেন না।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতেও আগুন লেগেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো দুর্বৃত্তের হস্তক্ষেপের কোনো তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ