Views Bangladesh Logo

কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বি, কথাসাহিত্যিক ও সাংবাদিক আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

আধুনিক বাংলা কবিতায় দেশীয় ঐতিহ্য, প্রেম আর রাজনৈতিক বাস্তবতা—সবকিছু মিলিয়ে আল মাহমুদ নির্মাণ করেছিলেন এক স্বতন্ত্র কাব্যভাষা। কেবল কবিতাই নয়, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাংবাদিকতায়ও ছিল তাঁর জোরালো অবস্থান।

বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সমাজ বাস্তবতা—সবকিছুই তার লেখায় উঠে এসেছে পরিপূর্ণ শক্তি ও মমতায়। তার ‘লোক লোকান্তর’, ‘কালের কলস’ ও ‘সোনালী কাবিন’-এই তিনটি কাব্যগ্রন্থই বাংলা সাহিত্যে তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

সাহিত্যে অবদান রাখার জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের পাশাপাশি ১৯৮৬ সালে একুশে পদক পান আল মাহমুদ। একইসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সাংবাদিকতাতেও  গভীর ছাপ রেখেছেন  আল মাহমুদ। দৈনিক ‘মিল্লাত’, সাপ্তাহিক ‘কাফেলা’ এবং পরে ‘দৈনিক গণকণ্ঠ’-এ তার সম্পাদনা ও লেখালেখি রাজনৈতিক এবং সাংস্কৃতিক জাগরণে ভূমিকা রেখেছিল।

তার লেখায় গ্রামীণ জীবনের প্রতিফলন, দেশজ শব্দের ব্যবহার, নারীর উপস্থিতি এবং মানবিক আবেগের নিখুঁত প্রকাশ তাকে পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে সাহায্য করে।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর পরও আল মাহমুদের সাহিত্য নিয়ে পাঠক, গবেষক ও সমালোচকদের আগ্রহ ও আলোচনা অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ