Views Bangladesh Logo

নির্বাচন বানচালে দেশে পরিকল্পিত হত্যাকাণ্ড বাড়তে পারে: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে দেশে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশ যখন একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তখন দেশের শত্রুরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে। সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে বিএনপি আশঙ্কা করছে।

তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ অনেককেই তুলে নিয়ে গিয়ে হত্যা করে। জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারায়।’
তিনি আরও বলেন, ‘এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, বাংলাদেশকে সম্পূর্ণরূপে মেধাহীন করে দেয়ার জন্য এই হত্যাকাণ্ড। একইভাবে দুর্ভাগ্যক্রমে ২০২৪ সালে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে।’

এর আগে বিএনপির পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ