Views Bangladesh Logo

যান্ত্রিক ত্রুটিতে শাহ আমানতে রানওয়েতে আটকে গেলো বিমান

ট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি-১৩৮) রানওয়েতে আটকা পড়েছে। এ ঘটনায় অন্য উড়োজাহাজগুলো চলাচলে বিঘ্ন ঘটেছে। উড়োজাহাজটিতে ৩৮৭  হজযাত্রী ও প্রবাসী যাত্রী ছিলেন।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে অবতরণের পরই বিমানটি রানওয়েতে আটকা পড়ে যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে,  বিমানে থাকা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং তাদের কেউ হতাহত হননি। পরে কারিগরি দল ত্রুটি সারিয়ে সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নিয়ে আসে।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের এক প্রান্তে আটকে পড়েছিল। ত্রুটি সারিয়ে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সাময়িকভাবে রানওয়ে বন্ধ থাকলেও বর্তমানে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ