Views Bangladesh Logo

উৎসুক জনতার ভিড়ে ব্যাহত উদ্ধার কার্যক্রম

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিধ্বস্ত হওয়ার চার ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আহতদের উদ্ধার ও চিকিৎসার কাজ এখনো নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে চলছে।

দুর্ঘটনায় বহু মানুষ দগ্ধ হয়েছেন এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে উত্তরা মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, করিডোরে উদ্বিগ্ন স্বজনদের ভিড় এবং বাইরে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত অনেক রোগীকে অন্যান্য হাসপাতালের বিশেষায়িত ইউনিটে পাঠানো হয়েছে। উত্তরা মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমল কান্তি নাথ জানান, অন্তত ৩৫ জন দগ্ধ রোগীকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

ডা. নাথ বলেন, ‘এখানে আসা অধিকাংশ রোগীর শরীরে দগ্ধ হওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে—হাত-পায়ে পোড়া ক্ষত এবং অনেকের শ্বাসনালীতে ধোঁয়ার প্রভাব পড়েছে। দ্রুত রেফারেলের ফলে গুরুতর রোগীরা এখন তাৎক্ষণিক চিকিৎসা পাচ্ছেন।’

এদিকে, দুর্ঘটনাস্থলের আশপাশে হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতি উদ্ধার কার্যক্রমে বারবার বাধা সৃষ্টি করছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে, জনতাকে সরানোর চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

উদ্ধারে অংশ নেয়া এক ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘ভিতর থেকে আহতদের উদ্ধারের পর তাদের হাসপাতালে পৌঁছে দিতে জনতার ভিড় বারবার দেরি সৃষ্টি করছে। সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।’

এ অবস্থায় কর্তৃপক্ষ জনসাধারণকে অনুরোধ জানিয়েছে, শৃঙ্খলা বজায় রেখে জরুরি সেবাদানকারী দলকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ