মাইলস্টোন ট্র্যাজেডি: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৭ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনায়, আজ মঙ্গলবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পরপরই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমান ও ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে থাকা শিক্ষার্থীদের অনেকেই হতাহত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উত্তরা ও আশপাশের এলাকা থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যরাও অভিযানে যোগ দেন। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে সরকার মঙ্গলবার (২২ জুলাই) দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।
শোক জানিয়ে সারাদেশের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে, যাতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার এই দুর্ঘটনাকে ‘নিরীহ মানুষের, বিশেষ করে শিশুদের মর্মান্তিক প্রাণহানি’ বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে