‘টিনের চাল ভেঙে মাইলস্টোনের অফিস কক্ষে পড়ে যান পাইলট’
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর প্যারাস্যুট ব্যবহার করে প্রথমে বেঁচে গেলেও ছাদের টিন ভেঙে সরাসরি পড়ে যান শিক্ষকদের একটি অফিস কক্ষে। পরে সেখান থেকেই তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে শেষ পর্যন্ত তিনিও প্রাণ হারান।
বুধবার (২৩ জুলাই) বিবিসি বাংলাকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা বিষয়ক শিক্ষক নাসির উদ্দিন বলেন, ‘বিমান বিধ্বস্ত হওয়ার পর আমার অফিসের ডেস্কটা একেবারে গুঁড়িয়ে যায়। ওপরের দিকে তাকিয়ে দেখি প্যারাস্যুট ঝুলছে, বুঝতে পারি কেউ ভেতরে পড়েছে। পরে বিমান বাহিনীর লোকজন এসে আমার রুমের এক কোণে আহত পাইলটকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে যায়।’
ঘটনার দিন সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭বিজিআই যুদ্ধবিমান উড্ডয়ন করে। কিন্তু মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে সেটি উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে আঘাত হানে। এতে প্রবল বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে একাধিক শ্রেণিকক্ষে।
এই ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ মোট ৩২ জন নিহত হন। দুর্ঘটনার সময় প্যারাস্যুট ব্যবহার করে রক্ষা পেলেও পরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামেরও।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে