পিআইবি ও অনলাইন এডিটরস অ্যালায়েন্সের যৌথ প্রশিক্ষণ উদ্যোগ
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সহযোগিতায় অনলাইন ও ডিজিটাল মাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে।
সোমবার পিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শীর্ষ নেতৃবৃন্দ।
অ্যালায়েন্সের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—সভাপতি হাসান শরীফ, সহসভাপতি কে.এম. জিয়াউল হক, মহাসচিব মিজানুর রহমান সোহেল, যুগ্ম মহাসচিব এম.এ.এইচ.এম. কবির আহমেদ, অর্থ সম্পাদক মইন বকুল এবং দফতর সম্পাদক মাশুদ বিন আবদুর রাজ্জাক।
বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে—ডিজিটাল সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর সংযোজন, ভুয়া তথ্য প্রতিরোধে তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ধারাবাহিক দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ঘোষণা করেন যে আগামী মাস থেকেই এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে এবং এটি অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্যদের লক্ষ্য করে পরিচালিত হবে। তিনি আরও আহ্বান জানান যে, অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় আগ্রহী নতুন পেশাজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমে অ্যালায়েন্স যেন সহযোগিতা করে।
এ প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করবেন অভিজ্ঞ পিআইবি প্রশিক্ষক ও অনলাইন এডিটরস অ্যালায়েন্সের জ্যেষ্ঠ সাংবাদিকরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে