Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ (৩০) নামের এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন আদমজীনগর নয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।


এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে তাদের আটকের সময় স্থানীয়রা পুলিশকে বাধা দিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুলিশ জানায়, শনিবার রাতে ক্রাউন সিমেন্টের একটি মালবাহী গাড়ি আইলপাড়ার ফ্যাক্টরি থেকে বের হয়ে এসও রোডের ঈদগাহের সামনে পৌঁছলে সেটিকে লক্ষ্য করে সাজ্জাদ নামে ওই যুবক ঢিল মারে। এতে গাড়ির সামনের কাঁচটি ভেঙে যায়। পরে চালক-হেলপারসহ আশপাশের মানুষ তাকে ছিনতাইকারী ভেবে মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ।


হাবিব নামের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িচালক ও হেলপার মিলে সাজ্জাদকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় কয়েকজন নিষেধ করলেও কেউ শোনেনি। সকালে শুনলাম ছেলেটি মারা গেছে।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ