Views Bangladesh Logo

ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী-ওসমান হাদি সহ অনেকের ছবি

 VB  Desk

ভিবি ডেস্ক

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি টাঙানো হয়েছে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক বিজয় র‍্যালি শেষে এসব ছবি টাঙানো হয়।

র‍্যালিটির নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। কর্মসূচিতে সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর জলিল এবং সম্প্রতি গুলিবিদ্ধ হওয়া শরীফ ওসমান হাদির ছবি টাঙানো হয়।

এ সময় বক্তব্যে আরিফ সোহেল বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো দল বা পরিবারের সম্পত্তি ছিল না, এটি ছিল জনগণের জনযুদ্ধ। তার দাবি, পাক বাহিনীর আক্রমণের মুখে আওয়ামী লীগ পালিয়ে গেলেও দেশের কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে এনেছে।

আরিফ সোহেল বলেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচিতে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ