বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে জব্দ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) থেকে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার জব্দ করেছে ফিলিপাইনের কর্তৃপক্ষ।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট সিস্টেমে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করেন হ্যাকাররা। ফিলিপাইনের মাকাতি সিটির আরসিবিসির মাধ্যমে পাচার হওয়া ওই অর্থের বড় অংশই বছরের পর বছর ধরে জব্দের প্রক্রিয়ায় আটকে ছিল। ব্যাপক আইনি লড়াই এবং আন্তর্জাতিক সহযোগিতার পর অবশেষে তহবিল জব্দ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানান, জব্দ করা অর্থ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এবং দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় হওয়া মামলাটির তদন্ত করছে সিআইডি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে