বিএফএলের টাইটেল স্পনসরশিপের দাবি নাকচ করল পেট্রোনাস
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পনসর হিসেবে মালয়েশিয়ার জ্বালানি কোম্পানি পেট্রোনাসের নাম ঘোষণার পরদিনই প্রতিষ্ঠানটি বাফুফের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোনাস জানায়, বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে তাদের কোনো স্পনসরশিপ চুক্তি নেই এবং লিগের সঙ্গে তাদের ব্র্যান্ড ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।
এর আগে গতকাল বাফুফে ২০২৫–২৬ মৌসুমের বিএফএলের লোগো প্রকাশ করে, যেখানে পেট্রোনাসের লোগো ব্যবহার করা হয়। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, দুই মাস আগে ইউনাইটেড গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হলেও, তাদের পণ্য বাছাইয়ের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় ঘোষণা দিতে সময় লেগেছে।
একই দিন পেট্রোনাস তাদের অবস্থান পরিষ্কার করে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত টাইটেল স্পনসরশিপ সংক্রান্ত তথ্য বিভ্রান্তিকর এবং লিগটির সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সংশ্লিষ্টতা নেই।
এদিকে, এক মাসের বিরতির পর আজ মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ। চারটি ম্যাচ দিয়ে লিগ পুনরায় শুরু হলেও সবচেয়ে আলোচিত ম্যাচটি মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের লড়াই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে।
লিগের দুই রাউন্ড শেষে আবাহনী ও মোহামেডান—দুই ঐতিহ্যবাহী দলই এখনও জয়হীন। একটি করে ড্র ও একটি করে হার তাদের মৌসুমের শুরুটা হতাশাজনক করে তুলেছে। ২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পর থেকে দুই দল মুখোমুখি হয়েছে ৩৪ বার। এর মধ্যে আবাহনী জিতেছে ১৪টি ম্যাচ, মোহামেডানের জয় ৭টি, আর ১৩টি ম্যাচ ড্র হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে