Views Bangladesh Logo

বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট

 VB  Desk

ভিবি ডেস্ক

সারা দেশের সব আদালত প্রাঙ্গণ ও বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা জোরদারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। তিনি জানান, চলতি সপ্তাহে বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে ১৩ নভেম্বর রাজশাহী নগরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে গাইবান্ধার ফুলছড়ির লিমন মিয়া বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি (৪৪) আহত হন। ধস্তাধস্তির সময় লিমন মিয়াও আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ১৪ নভেম্বর বিচারক আব্দুর রহমান লিমনকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

ঘটনার পর বিচারকদের নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে আসে। ১৪ নভেম্বর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে জানায়, রাজশাহীর ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে অবহেলা এবং গ্রেপ্তার আসামিকে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদার আচরণের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের দুই দাবি ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ না হলে ১৬ নভেম্বর থেকে কলম বিরতি পালনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

পরে ১৫ নভেম্বর বিচারকদের নিরাপত্তা জোরদার করা এবং বাসস্থান ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগের আশ্বাসে কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করে সংগঠনটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ