ফ্যাসিস্ট গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণ প্রতিরোধ করবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, যদি ফ্যাসিস্ট গোষ্ঠী আবার দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে বা অপরাধ সংঘটন করতে চায়, জনগণই তাদের বিরুদ্ধে প্রতিরোধ করবে।
শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কয়েকটি ফেসবুক পেজে লক্ষ করা যাচ্ছে আগামী ১৩ নভেম্বর ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়া হচ্ছে—এ কথার পরিপ্রেক্ষিতে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইজিপি বলেন, জনগণের প্রতিরোধের কারণে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত হয়েছিল।
ফ্যাসিস্ট গোষ্ঠী যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে বা অপরাধ সংঘটন করে, জনগণ তাদের প্রতিরোধ করবে। দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং কাজ চালিয়ে যাবে। গোয়েন্দা সংস্থা ফেসবুক পেজগুলোর ওপর নজর রাখছে, যেগুলো দিয়ে ফ্যাসিস্ট গোষ্ঠী প্রচারণা চালাচ্ছে।
আইজিপি আরও বলেন, 'আমাদের আইনসম্মত সংস্কৃতি গড়ে তুলতে হবে। দেশের ৯০ শতাংশ মানুষ আইন ও বিধি মানবে। বাকি ১০ শতাংশ যারা মানবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু প্রথমে ৯০ শতাংশ মানুষ আইন মেনে চলতে হবে।'
নির্বাচনের সময় যদি সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোটগ্রহণে বিঘ্ন ঘটাতে চায়, সে বিষয়ে পুলিশের পরিকল্পনার প্রশ্নে আইজিপি বলেন, 'জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সব বর্তমান কার্যক্রম এই উদ্দেশ্যেই কেন্দ্রিত। দেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ভর করছে এই দায়িত্বের উপর। আমরা এই দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করেছি।'
তিনি আরও বলেন, 'সার্বজনীন শৃঙ্খলা রক্ষা বিষয়টি দণ্ডবিধিতে স্পষ্টভাবে উল্লেখ আছে। যারা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোরভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তার জন্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার প্রশিক্ষিত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে