Views Bangladesh Logo

শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ কমরেড বদরুদ্দীন উমরের মরদেহ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার পর তার মরদেহ সেখানে আনা হলে তাকে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এর মধ্যে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী ও শিল্পীরাও।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। সেই জবানবন্দিতে শেখ হাসিনার সরকারের নানা অসঙ্গতি এবং শেখ মুজিব সম্পর্কে তার মূল্যায়ন তুলে ধরেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ