বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে তিনি দলের মনোনয়ন পেয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তারা আবারও তাকে এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এ জন্য তিনি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে যদি নির্বাচিত হওয়ার সুযোগ পান, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, সামাজিক পরিবেশের মানোন্নয়ন, আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
আগামী নির্বাচনে এই এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অতীতে যেভাবে তারা তাকে সমর্থন দিয়েছেন, সেভাবেই এবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে সহায়তা করার অনুরোধ রইল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে