Views Bangladesh Logo

জনগণই দেশের সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই দেশের এবং বিএনপির সব রাজনৈতিক শক্তির চূড়ান্ত উৎস।

রোববার (৩ আগস্ট) ঢাকার শাহবাগে ছাত্রদল আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তির ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আন্দোলনে জীবন উৎসর্গকারী ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তারেক রহমান বলেন, “জুলাই আন্দোলনে শত শত ছাত্রনেতা ও কর্মী আহত ও নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে দুই হাজারের বেশি ছাত্রনেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এমন সাহসী সন্তানদের নিয়ে গঠিত কোনো সংগঠনের নেতাকর্মীদের দমন করা যায় না।”

স্বাধীনতা-পরবর্তী অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেছে। বাংলাদেশ এখন একটি পরিপক্ব জাতি, যেখানে মানুষ ঐক্য চায়, বিভাজন নয়।”

তিনি বলেন, “আমরা এমন একটি রাজনীতির পথে যাত্রা শুরু করেছি, যা জনগণের জীবনের মান উন্নয়নকেই মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে; ফাঁকা স্লোগানে বিশ্বাস করে না।”

ছাত্রদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে স্কুল স্তর থেকেই কারিগরি শিক্ষা চালু করা হবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ