টিএসসিতে জোড়া ককটেল বিস্ফোরণ, এক পথচারী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব জানান, “আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল এসে পড়ে। কিছুটা হতবাক হয়ে বাইকের কাছে গিয়ে দেখি তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ ককটেলগুলো ছুড়েছে। তিনি জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেছে এবং পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি, তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে