শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে: পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম।
তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।’
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় ডিসি মাসুদ আলম বলেন, ‘বহিরাগত কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে