বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ আয়োজনে প্রস্তাব দিয়েছে পিসিবি
খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ভারতে চলমান উদ্বেগের প্রেক্ষাপটে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন সম্ভব না হলে তাদের সব ভেন্যু বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এর আগেও পিসিবি বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা অর্জন করেছে, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি নারী বাছাইপর্ব।
এই প্রস্তাবটি আসে এমন এক সময়ে, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৪ জানুয়ারি খেলোয়াড়দের নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে কঠোর অবস্থান নেয়। আইপিএল থেকে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে হঠাৎ করে প্রত্যাহার করার পর সেই অবস্থান আরও জোরালো হয়। এরপর বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির কাছে অনুরোধ জানায়, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে বলেন, “বাংলাদেশ ভারতে খেলবে না। আজ বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।” বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও পুনর্ব্যক্ত করেছেন যে, খেলোয়াড়দের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ১৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে