Views Bangladesh Logo

খুলনায় অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন খুলে নেয়ার কয়েক মিনিটের মধ্যেই শেখ সাইফুল ইসলাম (৩৮) নামের এক মুমূর্ষ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মৃত সাইফুল খুলনার খান জাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কিডনির জটিলতা নিয়ে ২০ সেপ্টেম্বর সকালে সাইফুলকে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর ৫ ও ৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

স্বজনদের অভিযোগ, সন্ধ্যা থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তারা অক্সিজেনের জন্য ছুটোছুটি শুরু করেন। অনেক চেষ্টা করে অবশেষে রাত ১টার পর অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু পরদিন রোববার (২১ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী (ক্লিনার) আ. জব্বার গিয়ে সিলিন্ডারটি খুলে নিয়ে পাশের রোগীকে দেন। এর ১৫/২০ মিনিটের মধ্যেই সাইফুল মারা যান।

হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, অক্সিজেনের কোনো সংকট নেই। ক্লিনারের দায়িত্ব নয় রোগীর অক্সিজেন খুলে দেয়া। এ ধরনের সিদ্ধান্ত নেন ওয়ার্ডের ডাক্তার। যদি প্রমাণিত হয় ক্লিনার অক্সিজেন খুলেছেন, তবে সেটি অপরাধ। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এ বিষয়ে দায়িত্বশীল নার্স ও ওয়ার্ডবয়দের ডেকে সতর্ক করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ