ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে নাজনীন আক্তার (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কিডনি রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন নাজনীন আক্তার। প্রায় দুই মাস আগে তাকে ঢামেকের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসা ব্যয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
রাত পৌনে ৮টার দিকে তিনি ওয়ার্ডের বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নাজনীন আক্তার কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। ৮ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহতের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে