Views Bangladesh Logo

মারা গেছেন 'পথের পাঁচালী'র দুর্গা

 VB  Desk

ভিবি ডেস্ক

‘পথের পাঁচালী’র দুর্গাখ্যাত অভিনেত্রী উমা দাশগুপ্ত মারা গেছেন।

সোমবার (১৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন উমা দাশগুপ্ত। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

অভিনেতা চিরঞ্জিত বলেন, সকালে উমার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গেছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার।

দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও, সাদা-কালো সিনেমার দুনিয়ায় অপু-দুর্গার সেই অনবদ্য চরিত্র দর্শকের হৃদয়ের ক্যানভাসে গাঁথা রয়েছে। অভিনেত্রীর মৃত্যুতে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ