Views Bangladesh Logo

রংপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুরের পীরগাছা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (৯ জুলাই) মধ্যরাত ১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলতলী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে রংপুর শহরের নাজিরহাটের উদ্দেশে ফিরছিল বাসটি। এতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলতলা বাজার এলাকায় পৌঁছালে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ