লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে আগুন
লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর–রামগতি আঞ্চলিক সড়কের করইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে যাত্রীরা দ্রুত বের হয়ে আসতে পারায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, যান্ত্রিক ত্রুটি এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি ডিজেলে চলত।
স্থানীয়রা জানান, ফেনী থেকে রামগতি অভিমুখে যাওয়া যমুনা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৩১৩৬) লোকাল বাসটি করইতলা বাজারের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দ হয় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এক যাত্রী বলেন, 'হঠাৎ একটা তীব্র শব্দ হলো, তারপরই আগুন ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত নেমে আসতে পেরে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।'
কমলনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার ফলে আগুনের সূত্রপাত হয়েছে। বাসটির ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে, তবে কেউ আহত হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে