রাজনৈতিক দলের মনোনয়ন এখন এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে: ড. বদিউল আলম মজুমদার
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলের মনোনয়ন এখন এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) দায়রা আয়োজিত ‘বাংলাদেশে রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি এবং ব্যবসায়িক সুরক্ষা: বাস্তবতা ও সমাধানের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, 'আমাদের দেশে মনোনয়ন বাস্তবে ব্যবসায় রূপ নিয়েছে। কিছু গোষ্ঠী রয়েছে, যাদের রাজনৈতিক দল বলা যায় না—তারা ব্যবসায়িক সিন্ডিকেটের মতো আচরণ করে। বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে তা মনোনয়ন বাণিজ্যে ব্যবহার করা হচ্ছে।'
নির্বাচনি প্রক্রিয়ায় অর্থের বাড়তি প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, 'মনোনয়ন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করছে এবং নির্বাচনের পরিবেশকেও জটিল করে তুলছে। তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন বণ্টন এখন বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। টাকা দিয়ে মনোনয়ন নেওয়া যে বাস্তবতা—এটা আর গোপন নেই।'
তিনি উল্লেখ করেন, এই বাণিজ্যের ফলে সৎ, যোগ্য ও জনস্বার্থে নিবেদিত ব্যক্তিরা রাজনীতি থেকে বাদ পড়ছেন। এতে দুর্বৃত্তায়ন বৃদ্ধি পাচ্ছে এবং অযোগ্যরা সহজে রাজনীতিতে প্রবেশ করছে, যা রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
প্রার্থীদের হলফনামায় সম্পদের অস্বাভাবিক বৃদ্ধিও মনোনয়ন বাণিজ্যের প্রমাণ বলে মন্তব্য করেন বদিউল আলম। তিনি বলেন, 'অনেক প্রার্থীর সম্পদ নির্বাচনের আগে-পরে কয়েকশ’ থেকে কয়েক হাজার শতাংশ বেড়ে যায়—এটি ক্ষমতা ও অর্থের যোগসাজশের স্পষ্ট ইঙ্গিত।'
নির্বাচন সংস্কার নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করতে হবে। তৃণমূলের ভোটে প্যানেল তৈরি করে সেখান থেকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করা জরুরি। একইসঙ্গে দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় এনে দলীয় তহবিল ও মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ করার ওপর জোর দেন তিনি।
তার দাবি, “রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কারে উদ্যোগী না হলে সুষ্ঠু নির্বাচন বা সুস্থ গণতন্ত্র কোনোটিই প্রতিষ্ঠা পাবে না।”
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে