সংসদ আগের মতোই কোটিপতিদের ক্লাবে পরিণত হবে: বজলুর রশীদ
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রস্তাবিত আরপিও সংশোধনের প্রস্তাবের কড়া সমালোচনা করে বলেছেন, ‘সংসদ আগের মতোই কোটিপতিদের ক্লাবে পরিণত হবে।’
প্রস্তাবে প্রার্থীর জামানত বৃদ্ধি এবং নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ানোর বিষয় অন্তর্ভুক্ত আছে। তিনি এ বিষয়ে সতর্ক করে বলেন, এসব পরিবর্তন কার্যকর হলে সংসদ কেবল ধনী-সম্পদশালীদের ক্লাবে পরিণত হবে এবং সাধারণ নাগরিকরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বজলুর রশীদ বলেন, ‘প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা এবং ভোটারপ্রতি ১০ টাকা হারে নির্বাচনী ব্যয়সীমা ৫০ লাখ থেকে ৭৮ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব সাধারণ নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়াকে কঠিন করে তুলবে। এতে সংসদ ধনীদের নিয়ন্ত্রণেই থেকে যাবে, যা চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।’
তিনি একক প্রার্থীর আসনের জন্য কেবল ‘না’ ভোটের ব্যবস্থা চালুর প্রস্তাবেরও সমালোচনা করেন এবং বলেন, এতে ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা সীমিত হবে। পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা বাতিলের প্রস্তাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এটি প্রার্থিতা দাখিল প্রক্রিয়াকে জটিল ও ঝুঁকিপূর্ণ করবে।
বৃহত্তর ইস্যু তুলে ধরে বজলুর রশীদ সেনাবাহিনীকে পূর্বানুমতি ছাড়া গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ দমন-পীড়ন বাড়াবে এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করবে।
বিবৃতিতে বজলুর রশীদ আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে বা ফেরারি আসামিদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করার বিধান নতুন জটিলতা তৈরি করবে। তিনি বলেন, এই সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ অপরাধী সাব্যস্ত না করার নীতিরও পরিপন্থী। ফলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতাও বাড়বে
বাসদের এই নেতা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন, প্রার্থীর জামানত ৫ হাজার টাকায় নামিয়ে আনা, নির্বাচনী ব্যয়সীমা ৩ লাখ টাকায় নির্ধারণ, একাধিক প্রার্থীর ক্ষেত্রেও ‘না’ ভোটের ব্যবস্থা চালু রাখা, অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা বহাল রাখা, এবং সেনাবাহিনীকে অবারিত গ্রেপ্তারের ক্ষমতা বা অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে প্রার্থী বাতিল করার প্রস্তাব বাতিল করা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে