পণ্ডিত বারীণ মজুমদার সংগীত উৎসব উদযাপিত
বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষার সরকারি পর্যায়ে একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান সরকারি সংগীত কলেজ। ১৯৬৩ সালে উপমহাদেশের খ্যাতনামা সংগীত সাধক পণ্ডিত বারীণ মজুমদারের অক্লান্ত প্রচেষ্টায় ‘কলেজ অব মিউজিক’ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৪ সালে সরকারি করার পর এটি সরকারি সংগীত কলেজ নামে পরিচিতি লাভ করে। ১৯৯২ সালে আগারগাঁওয়ে স্থায়ী ভবনে কলেজের কার্যক্রম শুরু হয়।
২০১৮ সাল থেকে সরকারি সংগীত কলেজ প্রতিষ্ঠাতা হিসেবে পণ্ডিত বারীণ মজুমদারের প্রতি শ্রদ্ধা জানাতে বার্ষিক উৎসব আয়োজন করছে। এ বছরও ৩১ জানুয়ারি শনিবার দিনব্যাপী দুই পর্বে অনুষ্ঠিত হয় পণ্ডিত বারীণ মজুমদার উৎসব ২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা সংগীতশিল্পী ফওজিয়া ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত বারীণ মজুমদারের পুত্র ও সংগীত পরিচালক পার্থ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক শাহনওয়াজ ইসমত আরা। সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ আনিকা রাইসা চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক এম.এম. ইউনুছুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর নাদিয়া সোমা সামাদ।
দিবা-ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারি সংগীত কলেজের উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ্র, নজরুল, লোক সংগীত ও তালযন্ত্র বিভাগের পরিবেশনা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিল্পী এবং সরকারি সংগীত কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশিষ্ট শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে