Views Bangladesh Logo

পঞ্চগড়ে শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রিতে

দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ বইতে শুরু করেছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ভোর থেকেই পড়ছে কুয়াশা, ঘাসের ডগায় ঝুলছে শিশিরবিন্দু। হিমেল হাওয়ায় কাঁপছে জনজীবন।

সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগের দিন রোববার সকালেও তাপমাত্রা ছিল প্রায় একই—১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, ভোরের কুয়াশা আর ঠান্ডা বাতাসে দিন শুরু করছেন স্থানীয়রা। সকালে ঘাসে ঝলমল করছে শিশির, চারপাশ ঢাকা কুয়াশায়। দিনের বেলায় সূর্যের আলোর উষ্ণতা কিছুটা মিললেও সন্ধ্যা নামতেই নেমে আসছে শীতলতা। ফলে লেপ-কম্বল, সোয়েটার ও চাদর হাতে নিচ্ছেন অনেকে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোতে শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজারে বেড়েছে কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড় অঞ্চলটি দেশের শীতপ্রধান এলাকা হিসেবে পরিচিত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকালেও রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের প্রভাব স্পষ্টভাবে বেড়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ