Views Bangladesh Logo

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের আমেজ। সকাল-সন্ধ্যার বাতাসে বইছে হিমেল হাওয়া, মাঠে-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। ফলে জেলার সর্বত্রই এখন শীতের স্পষ্ট উপস্থিতি অনুভূত হচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগের দিন মঙ্গলবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো অঞ্চল। শহর থেকে গ্রাম-সর্বত্রই দৃশ্যমানতা নেমে আসে কয়েক হাত দূরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাতেও কুয়াশা দেখা দিতে পারে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে সঠিকভাবে পৌঁছাতে না পারায় রাতে দ্রুত তাপমাত্রা কমে যায় এবং সকালে ঘন কুয়াশা সৃষ্টি হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, 'তাপমাত্রা প্রতিদিনই সামান্য করে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ডিসেম্বরজুড়ে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ