Views Bangladesh Logo

পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১২.৬ ডিগ্রি

ঞ্চগড়ে শীতের তীব্রতা দিনে দিনে বাড়ছে। ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও অতিরিক্ত আর্দ্রতায় জেলার সর্বত্র শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক থাকলেও হালকা কুয়াশা ও প্রচণ্ড আর্দ্রতা শরীরে বাড়তি শীত অনুভব করাচ্ছে।

এর আগের দিন শনিবার একই সময়ে তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। দিন-রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট আরও বেশি অনুভূত হচ্ছে।

দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরজুড়ে ভোর থেকেই ঠান্ডা হাওয়া বইছে। স্থানীয়দের মতে, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রভাব আরও তীব্র হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে ছিল। কিন্তু রবিবার তা আরও কমে এসেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত জেঁকে বসবে বলেও তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ