Views Bangladesh Logo

অনির্দিষ্টকালের গণছুটি ঘোঘণা পবিস কর্মীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

চাকরিতে বৈষম্য দূরীকরণ, পল্লী বিদ্যুতের সংস্কার এবং হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে একাধিকবার কমিটি গঠন ও সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। আন্দোলনে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি ও বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। এর ফলে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল করতে হবে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ