Views Bangladesh Logo

প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইলেন পলক

জুলাই অভ্যুত্থানে হত্যা ও গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় প্রিজনভ্যানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জাতীয় সংগীত গাইতে শোনা গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার পর তাদের প্রিজনভ্যানে উঠানো হয়। প্রিজনভ্যানে উঠতেই পলক জাতীয় সংগীত গাইতে শুরু করেন। তার সঙ্গে আরও কয়েকজনও সুর মেলান।

মামলার অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তদন্ত শেষ করতে আরও দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল প্রতিবেদন দাখিলের নতুন সময় নির্ধারণ করে আগামী ৯ ফেব্রুয়ারি। মামলার ৪৫ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে ইতিমধ্যেই আলাদা অভিযোগ দাখিল থাকায় তাদের বিষয়ে অব্যাহতি চাওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।

সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে এই ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজিরকৃতরা হলেন: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী সাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। প্রাক্তন সংসদ সদস্য ফারুক খান অসুস্থতার কারণে হাজির ছিলেন না।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ