Views Bangladesh Logo

হত্যাচেষ্টার মামলায় শ্যো’ন অ্যারেস্ট পলক, রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাংগীর

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই গণআন্দোলনে রাজধানীর কাফরুল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন (শ্যো’ন অ্যারেস্ট) আদালত। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব সাবেক সচিব জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে শেরেবাংলা নগর থানার রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়াই ‘প্রহসনের নির্বাচনের’ মামলায়।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই মো. শাহ আলম। আর জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। শুনানি শেষে পৃথকভাবে আবেদন দুটি মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত।

এ নিয়ে পলকের বিরুদ্ধে ৭৭টি ও জাহাংগীরের বিরুদ্ধে ১৩টি মামলা হলো বলে জানিয়েছেন তাদের আইনজীবী আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। পলকের বিরুদ্ধে করা মামলাটির অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই মিরপুরে এসওএস হারম্যান মেইনার কলেজ গেটের সামনে চোখে গুলিবিদ্ধ হন গণআন্দোলনে অংশ নেয়া আব্দুল আলিম। দীর্ঘদিন চিকিৎসা শেষে ১ এপ্রিল মামলাটি করেন তিনি।

অন্যদিকে গত বছরের জাতীয় নির্বাচনের সময় ইসি সচিবালয়ের সচিব ও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্বে থাকা জাহাংগীরের বিরুদ্ধে মামলাটির আসামি শেখ হাসিনা এবং দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কার তিন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররাসহ ১৯ জন।

২২ জুন মামলাটি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান। মামলায় ওই তিন নির্বাচনে সংবিধান লঙ্ঘন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করার মাধ্যমে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৪ আগস্ট পলক এবং ১ অক্টোবর জাহাংগীর গ্রেপ্তার হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ